আমাদের কথা
আমাদের কান্না। আমাদের হাসি, আমাদের দুঃখ, আমাদের ছবি- সব নিয়ে জীবনের আয়নায় যখন আমরাই প্রতিফলিত করি আমাদের মুখ তখনই শুরু থিয়েটারের জীবন। তার সাথে কত আবেগ , কত নেশা- তবু তাকে পাশ কাটান যায়না । শুধু তার সাথে মিশে যেতে হয় । মিশতে মিশতে সে বলে দেয় মানুশের মুখোশের চেহারার আদল। কার সাথে কোন রঙ মিশলে কি রঙের রূপ নিতে পারা যায় তার কথা । এভাবেই এগোতে এগোতে রঙ্গমঞ্চের মাঝখানে এসে দেখি দর্শক নেই, শিল্পী নেই, আলো নেই শুধু আমি রয়ে গেছি । এই আমি-কেই খুঁজতে আমাদের এই প্রয়াস । এই পত্রিকা তাদের জন্য যারা নাটক কে নিজেদের জীবন করে নিয়েছেন। এখানে নতুন নাটক লিখতে পারেন তা আমরা প্রকাশ করব। যে কোন নাটকের রিভিউ আপনারা ছবি সমেত পাঠাতে পারেন এবং কোন আর্থিক দাবি ছাড়া আপনার নাটকের বিজ্ঞাপন প্রকাশ করতে পারেন । শারদীয়ার সময়ে বহু নাটক কোলকাতা বা রাজ্য জুড়ে বা ওপার বাংলা- অর্থাৎ বাংলাদেশে মঞ্চস্থ হয় তার বিজ্ঞাপন পাঠান। নাটকের রিভিউ পাঠান আর নতুন নাটক লিখুন । আমাদের মূল পত্রিকার "গল্পগুচ্ছ" পড়ুন। লেখা, রিভিউ, বিজ্ঞাপন পাঠান এই ইমেল ঠিকানায় - golpoguccha2018@gmail.com সম্পাদক অভিজিৎ চক্রবর...