নাটক-কখন কোথায়

নাটকের বিজ্ঞাপন দিতে হাজার হাজার টাকা খরচ করতে হয় কিন্তু সবার কাছে কি তা পৌছায় ? আর যারা ছোট দল তাদের অবস্থা আরো খারাপ। তাদের যে নুন আনতে পান্তা ফুরোয় । কিন্তু নিজেদের নাটক কে তো সকলের কাছে পৌছেও দিতে হবে। তাই আমরা এনেছি এই পত্রিকা যে খানে কোন টাকার বিনিময় ছাড়াই আপনার নাটকের বিজ্ঞাপন করব আমরা । আপনাদের কাছ শুধু বিজ্ঞাপন পাঠান আর তার সাথে নিজেদের দল নিয়ে দু-চার কথা লেখা । আসুন নাটক করুন - দেখান, মানুষের কাছে আরো কাছে আপনারা পৌছে যান । 

বিনীত 
সম্পাদক